তিতাস মেঘনার প্রধান শাখা নদী,ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকায় মেঘনা নদী থেকে উৎপন্ন হয়ে পূর্বমূখে প্রবাহিত হয়ে বর্তমান বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের উত্তরে পূর্ব দক্ষিন মূখে প্রবাহিত হয়ে আখাউড়া রেল জংসনের দক্ষিন পশ্চিম দিক হতে পশ্চিম উত্তর মূখে প্রবাহিত হয়েনবিনগর উপজেলার মানিকনগর ও লালপুরের মধ্যবর্তি স্থানে পুনরায় মেঘনা নদীতে পতিত হয়। চাতলপার হতে লালপুরের দূরত্ব মাত্র ১৬ মাইল, কিন্তু তিতাস নদীর দৈর্ঘ্য ১২৫ মাইল, মতান্তরে ১৫০ মাইল। নদীটি দেখতে ইংরেজি M অক্ষরের মত।তিতাস নদী বলতে সরকারীভাবে মূল তিতাস নদী স্বিকৃত হলেও ,ব্রাহ্মণবাড়িয়া জেলার সলিমগঞ্জ ও দড়িকান্দি এলাকায় প্রবাহিত আরো দুইটি নদীকে অনেকে তিতাস নামে ডেকে থাকে। কুমিল্লা জেলার হোমনা ও মুরাদনগরে ছোট কয়েকটি নদীকে তিতাস নামে ডাকা হয়।তিতাস ও মেঘনা নদীকে ঘিরে যুগ যুগ ধরে বিশ্বের অন্যতম জনবহুল রাষ্ট্র বাংলাদেশে অনেক উপকথা প্রচলিত আছে। তন্মধ্যে একটি উপকথায় বলা হয়েছে যে, তিতাস নদী মেঘনার কন্যা বা মেয়ে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস