ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা:-
* গর্ভবতী সেবা ।
* গর্ভত্তোর সেবা ।
* এম আর সেবা ।
* সাধারন রোগের সেবা ।
* ৫ বছরের কমবয়সী শিশুদের সেবা ।
* প্রজনন তন্ত্রের / যৌনবাহিত রোগের সেবা ।
* ই পি আই সেবা ।
* ভিটামিন এ ক্যাপসুল বিতরণ ।
খ) পরিবার পরিকল্পনা সেবা :-
* পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান।
* খাবার বড়ি ।
* জন্ম নিরোধক ইনজেকশন ।
* আই ইউ ডি / কপারটি ।
গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা
* ই সি পি ৮ (আঠ) টাকা ।
* কনডম ১(এক) ডজন ১(এক) টাকা ২০ পয়সা ।
ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমের সরকার গ্রহীতাকে নিম্ন লিখিত সুৃবিধা দিয়ে থাকে :-
* আই ইউডি / কপারটি এর ক্ষেত্রে ৫০/= টাকা ।
* নরপ্লান্ট বা ইমপ্লান্ট এর ক্ষেত্রে ১৭৫/= টাকা ।
* স্থায়ী পদ্ধতি (পুরুষ) ক্ষেত্রে ৫০০ টাকা একটি লুঙ্গী ।
* স্থায়ী পদ্ধতি ( মহিলা) ক্ষেত্রে ৫০০ টাকা একটি শাড়ী ।
ঙ) অন্যান্য সেবা:-
* সাধারন রোগীর সেবা ।
* বয়স সন্ধিকালীন সেবা ।
* স্বাস্থ্য শিক্ষামূলক সেবা ।
স্যাটেলাইট ক্লিনিক (ওয়ার্ড পর্যায় সেবা ) প্রদান করা হয় ।
বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমেও বিভিন্ন সেবা প্রদান করা হয়ে থাকে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস