বাংলাদেশের পুলিশ প্রশাসন ইতোমধ্যে তাদের বেশ কিছু সেবা ডিজিটাল করে নিয়েছে, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে ঢাকায় সকল থানার বাসিন্দাদের জন্য অনলাইনে সাধারন ডাইরি করার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে যেকোনো ব্যক্তি জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই, এমন সব বিষয়ে সাধারণ ডায়েরী বা জিডি করার অনুরোধসহ আইনি সহায়তা লাভ করতে পারবেন। এসব ক্ষেত্রে প্রবাসীরাও প্রয়োজনে ঢাকার শহর এলাকার থানা সমূহের অধীনে সাধারণ ডাইরি বা অভিযোগ দায়ের করতে পারবেন।
জরুরী নয় বা তাৎক্ষনিক সাড়ার প্রয়োজন নেই এমন বিষয় বলতে, অনেকের মাঝে ঠিক কোন কোন বিষয় সমূহ কিংবা এসব কোন কোটায় পড়বে তা নিয়ে বিভ্রান্তিতে পরবেন এটাই স্বাভাবিক। ফলে তা নিয়ে জটিলতা দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেই বলে দেয়া হয়েছে ঠিক কোন কোন বিষয় সমূহের জন্য একজন মানুষ অনলাইনে জিডি করতে পারবেন।
এগুলো হচ্ছেঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস